ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

ঢাকা: ইয়েমেনের প্রেসিডেন্টে প্রাসাদ শিয়াপন্থি হুথি বিদ্রোহীরা দখল করে নিয়েছে। বিবিসি জানায়, রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে বিদ্রোহীরা গোলা নিক্ষেপ করছে।



দেশটির তথ্যমন্ত্রী নাদিয়া আল-সাককাফ টুইটার এ খবর নিশ্চিত করেছে।

আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনে গত কয়েকমাস ধরেই অস্থিরতা চলছে।

প্রেসিডেন্টের নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্টশিয়াল গার্ডস কমান্ডার কর্নেল সালেহ আল-জামালানি এ অবস্থাকে অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেছেন।

এর আগে ইয়েমেনের প্রধানমন্ত্রী খালিদ বাহাহর বাসভবন ‘রিপাবলিকান প্যালেস’ ঘিরে ফেলে হুথি বিদ্রোহীরা। তারও একদিন আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।