ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফ্রিকান ইউনিয়নের যুদ্ধবিরতি রোডম্যাপ মেনে নিলেন গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
আফ্রিকান ইউনিয়নের যুদ্ধবিরতি রোডম্যাপ মেনে নিলেন গাদ্দাফি

ত্রিপোলি: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বিদ্রোহীদের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে আফ্রিকান ইউনিয়নের (এইউ) প্রস্তাবিত রোডম্যাপ মেনে নিয়েছেন। এইউ নেতারা সোমবার এ কথা জানান।

খবর আলজাজিরার।

রাজধানী ত্রিপোলিতে রোববার এইউ নেতাদের সঙ্গে গাদ্দাফির বৈঠকের পর তারা এ সিদ্ধান্তে সম্মত হয়েছেন।

কিছুদিন আগেই সহযোগিতা করতে আসা পশ্চিমা নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর বিদ্রোহীদের ওপর হামলা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাতে ১৩ বিদ্রোহী নিহতের ঘটনার পর এমন একটি সিদ্ধান্ত আসল।

তবে রোডম্যাপের শর্তগুলো এখনো পরিস্কার নয়। বিদ্রোহীদের দাবি, অনুযায়ী শহর থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত ওই শর্তগুলোর মধ্যে আছে কি না তা জানা যায়নি।

সোমবার এইউ নেতাদের সঙ্গে বিদ্রোহীদের বৈঠকে বসার কথা রয়েছে।

এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেছেন, ‘ভ্রাতৃপ্রতিম নেতার সঙ্গে আমরা মিশন সম্পূর্ণ করেছি। তার প্রতিনিধিরা আমাদের প্রস্তাবিত রোডম্যাপ মেনে নিয়েছেন। ’
 
মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহামেদ উলদ আবদেল আজিজের নেতৃত্বে এইউ প্রতিনিধি দলটি রোববার ত্রিপোলতে পৌঁছে।

প্রতিনিধিদের মধ্যে আরো আছেন- মালির প্রেসিডেন্ট আমাদু তুমানি তুরে, কঙ্গোর প্রেসিডেন্ট ডেনিস সাসু এনগেসু এবং উগান্ডার প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনি।

গৃহযুদ্ধ শুরুর পর এই প্রথম গাদ্দাফি বিদেশি গণমাধ্যমের সামনে আসেন। বাব আল-আজিজিয়ায় তিনি এইউ নেতাদের সঙ্গে মিলিত হন।

প্রতিনিধি দল এক বিবৃতিতে জানায়, গত মার্চে গৃহীত রোডম্যাপসহ চলমান সহিংতা বন্ধ করা, নির্বাধে মানবিক ত্রাণসহায়তা প্রবেশের অনুমতি এবং লিবিয়ার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসার বিষয়ে তারা একমত হয়েছেন।

এইউ-এর শান্তি ও নিরাপত্তা বিষয়ক কমিশনার রামতানে লামামরা ত্রিপোলিতে জানান, আলোচনায় গাদ্দাফির পদত্যাগের বিষয়টিও এসেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে তিনি রাজি হননি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে কিছু আলোচনা হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখতে হচ্ছে। গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচনের বিষয়টি লিবিয়ার জনগণের নিজস্ব ব্যাপার।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।