ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিনায়ক সেনের জামিন আবেদনের শুনানি আগামী শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
বিনায়ক সেনের জামিন আবেদনের শুনানি আগামী শুক্রবার

নয়াদিল্লি: ভারতের মানবাধিকার কর্মী ড. বিনায়ক সেনের জামিন আবেদনের শুনানি আগামী শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টে হবে। এদিন সিদ্ধান্ত আদালত সিদ্ধান্ত নেবেন বিনায়ক সেন জামিন পাবেন কি না।

খবর এনডিটিভির।

গত ডিসেম্বরে ছত্তিশগড়ের একটি আদালত ড. সেনকে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করেন এবং তাকে যাবজ্জীবন কারাদন্ড দেন। সেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ছত্তিশগড়ে নকশালদের সঙ্গে কাজ করে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ বাধানোর ষড়যন্ত্র করেন।

ছত্তিশগড়ের স্থানীয় সরকার মামলার ব্যাপারে আইনজীবীদের অবহিত করতে দুইদিনের সময় চাইলে আদালত ওই মামলা মুলতবি ঘোষণা করেন। গত ফেব্রুয়ারিতে ছত্তিশগড়ের উচ্চ আদালত ড. সেনের আদালত জামিন আবেদন নাকচ করে দেন।

তার মামলায় দেশে ও দেশের বাইরে সমালোচনার ঝড় ওঠে। মধ্যপ্রদেশ ও এর আশপাশের আদিবাসীদের স্বাস্থসেবা দেওয়ায় তিনি অনেক সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।