ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রতিবন্ধীদের জন্ম ঈশ্বরের ভুল!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
প্রতিবন্ধীদের জন্ম ঈশ্বরের ভুল! ছবি: সংগৃহীত

ঢাকা: চিকিৎসাবিজ্ঞান প্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ার নানারকম ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছে। শারীরিক অসামর্থ্যতা সত্ত্বেও প্রতিবন্ধীরাও সহানুভূতিশীল পরিবেশে কর্মমুখর জগতের সাথে অনেকটাই মানিয়ে নিচ্ছে।

অথচ প্রতিবন্ধীদের জন্মানোকে সরাসরি ঈশ্বরের ভুল হিসেবে সাব্যস্ত করা!

প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্রের একটি উৎসব উদ্বোধন করতে গিয়ে এমন দাবি করলেন, ভারতের গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষীকান্ত পরসেকার।

তিনি বলেন, ঈশ্বরের ভুলে কিছু মানুষ শারীরিক অক্ষমতা নিয়ে জন্মায়। প্রতিবন্ধী এসব মানুষের জীবনব্যাপী ভোগান্তির জন্য ঈশ্বরের অবহেলাই দায়ী।

তিনি আরো বলেন, যেসব এনজিও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে, তারা আসলে  ঈশ্বরের ভুল সংশোধন করছে।

এ সময় উৎসবটির আয়োজক অ্যাভেলিনো ডি’সা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তিনি বলেন, ঈশ্বর যদি প্রতিবন্ধীদের সৃষ্টি করেই থাকেন তবে তার ক্ষমতা দেখানোর জন্যই করেছেন। প্রতিবন্ধীদের ইচ্ছাশক্তি প্রবল এবং তারা ভিন্নভাবে তাদের সক্ষমতা প্রদর্শন করতে পারে।

গত সপ্তাহেই গোয়ার যুবকল্যাণ মন্ত্রী সমকামীদের সংশোধনাগার প্রতিষ্ঠার প্রস্তাব করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।