ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার গার্ড অব অনার

প্রথা ভাঙলেন প্রথম নারী কমান্ডার পূজা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
প্রথা ভাঙলেন প্রথম নারী কমান্ডার পূজা ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের প্রেসিডেন্টের আবাসস্থল রাষ্ট্রপতি ভবন। লাল গালিচার উপর দিয়ে হেঁটে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তার পিছনেই দৃপ্ত পদক্ষেপে এগিয়ে  আসছেন এক নারী।  

রোববার ভারতের রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের ‘গার্ড অব অনার’ কমান্ডারের দায়িত্ব পালন করেন তিনিই। গার্ড অব অনারের নেতৃত্বে দিতে প্রয়োজনীয় সব কিছুই নিয়ম-মাফিক করলেন। কিন্তু ভাঙলেন শুধু একটি প্রথা।

ভারতের ইতিহাসে এর আগে বিদেশি রাষ্ট্রপ্রধানের গার্ড অব অনারের দায়িত্ব পেয়ে এসেছেন পুরুষ সেনা কর্মকর্তারা। এ দিন সে নিয়ম ভেঙে ইতিহাস গড়লেন ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার পূজা ঠাকুর।

রোববার স্থানীয় সময়  ১২টা ১৪’তে প্রথমে বেজে ওঠে মার্কিন জাতীয় সঙ্গীত। তার পর ভারতের জাতীয় সঙ্গীত শেষ হলে হেঁটে আসেন গার্ড অব অনার কমান্ডার পূজা। স্ট্যান্ডের উপর দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ জানালেন গার্ড অব অনার নিতে। লাল কার্পেটের উপর দিয়ে হাঁটতে শুরু করলেন ওবামা। সংবাদমাধ্যমের ক্যামেরার আলো তখন সে দিকে।

এর মধ্যে দিয়ে ইতিহাসে এই প্রথম কোনও নারী সেনা অফিসার গার্ড অব অনার অনুষ্ঠানের নেতৃত্বে। বিষয়টি নিয়ে স্বাভাবিক ভাবেই আনন্দিত পূজা। অবশ্য ইতিহাস গড়ে নয়, বরং ওবামার সামনে ভারতীয় বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করতে পেরেই খুশি তিনি। জানালেন, “আমি প্রথমে এক জন অফিসার, পরে মহিলা। ”
 
২০০০ সালে ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেন পূজা। এখন কাজ করেন সদর দফতরের প্রচার বিভাগ ‘দিশা’য়। টিভিতে পূজাকে দেখে আনন্দে বিহ্বল তার মা-বাবা। পূজার আশা, এ দিনের অনুষ্ঠানে তাকে দেখার পর হয়তো আরও বেশি সংখ্যক নারী ভারতীয় বিমানবাহিনীতে যোগ দিতে চাইবেন।

পূজার দৃষ্টান্ত অবশ্য বিচ্ছিন্ন ঘটনা নয়। এ বারের ভারতের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠানে মূল ‘থিম’ই হচ্ছে ‘নারীশক্তি’। সেনা,নৌ ও বিমানবাহিনীর শুধু নারী সেনাদের নিয়ে গঠিত একটি দল কুচকাওয়াজ করবে। তা ছাড়া, পুরো নৌ বাহিনীর তরফে এ বার কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন নারী অফিসার লেফটেন্যান্ট কম্যান্ডার সন্ধ্যা চৌহান।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি  ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।