ঢাকা: আগামী সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার ওপর আরোপকৃত নিষেধাজ্ঞা অব্যাহত রাখার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রমন্ত্রীরা।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে ইইউ মন্ত্রীরা এ নিষেধাজ্ঞা আরোপ করল। তবে মস্কো শুরু থেকেই এমন অভিযোগ নাকচ করে আসছে।
এদিকে রাশিয়ার ব্যাপারে গ্রিকের নতুন সরকারের অবস্থান কি সে ব্যাপারে পরিষ্কার করেনি দেশটি। গ্রিক রাশিয়ার দীর্ঘদিনের মিত্র বলেই পরিচিত। বৈঠকে গ্রিক জানায়, তারা ইইউ ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের অবসান চায়।
অন্যদিকে, উত্তর আমেরিকা ও ইউরোপের সামরিক জোট ন্যাটোর দাবি, রাশিয়া পূর্ব ইউক্রেনে ট্যাংক ও রসদ এনে জড়ো করেছে।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫