ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেলারুশে বোমা বিস্ফোরণ, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১
বেলারুশে বোমা বিস্ফোরণ, নিহত ১২

মিনস্ক: বেলারুশের একটি পাতাল রেলস্টেশনে বোমা হামলায় ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। রাজধানী মিনস্কে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকোর প্রধান কার্যালয়ের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংবাদ সংস্থা ইন্টার ফ্যাক্স জানিয়েছে।



এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। মঙ্গলবার সহকারী কৌঁসুলি আন্দ্রেই শভেদ বলেন, ‘আটক লোকজনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ’

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আনাতলি কুলেশভ বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নিয়ে পুলিশ হামলাকারী দুই ব্যক্তির ছবি এঁকেছে।

ইন্টার ফ্যাক্স বেলারুশের নিরাপত্তা সংস্থা কেজিবির বরাত দিয়ে জানায়, সোমবার স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে হামলা চালানো হয়। নিহত ১২ জনের মধ্যে ৬ জনের পরিচয় জানা গেছে। ১৪৯ জন আহত হয়। এদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক। হামলাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেন আইনজীবীরা।

গত বছর বিতর্কিত নির্বাচনে লুকাসেনকো জয়ী হওয়ার পর থেকেই অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।