ঢাকা: তার বয়স এখন ১৮। অথচ তার উচ্চতা ছয় ফুট দশ ইঞ্চি! শুনতে অস্বাভাবিক হলেও এটাই ঘটেছে থাইল্যান্ডের মালি দুয়াংদির ক্ষেত্রে।
মাত্র নয় বছর বয়স থেকেই দুয়াংদি তার ক্লাসের অন্য বন্ধুদের চেয়ে দ্রুতই বাড়তে থাকে। তখন তার মা জি তাকে এক ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তাররা জানান, তার মাথায় একটি টিউমার আছে যে কারণে সে এতো দ্রুত বেড়ে উঠছে।
মালি বলে, ‘আমার নিজেকে খুব অদ্ভুত মনে হয়। স্কুলের বন্ধুরা আমাকে ভয় দেখাত এবং ক্ষ্যাপাত। তবে এখন স্কুল ছাড়ার পর আমি একটু স্বস্তিতে আছি। ’
তার মা বলেন, ‘ইনজেকশন না দিলে মেয়েটির বেড়ে উঠা থামানো যায় না। তবে এই ইনজেকশন খুবই ব্যয়বহুল। তারপরও আমরা আমাদের মেয়ের জন্য যথেষ্ঠ চেষ্টা করছি। কিন্তু আর্থিক সমস্যায় পেরে উঠছি না। ”
সে তার বেশির ভাগ সময় তার পরিবরের সঙ্গেই কাটায়। মাকে বাড়ির কাজে সাহায্য করে। তার কোনো ছেলে বন্ধু নেই। বিয়ের কথা চিন্তাও করতে পারে না। তার বাবা তাকে নিয়ে খুবই দুঃশ্চিন্তা করেন।
মালি ২০০৯ সালের জানুয়ারিতে উচ্চতার দিক থেকে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছে। তবে ব্রাজিলের এলিসেনি সিলভা উচ্চতায় ঠিক তার পরেই রয়েছে। তার উচ্চতা ছয় ফুট নয় ইঞ্চি।
বাংলদেশ সময়: ২১১৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১১