ঢাকা: মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট হোসনী মুবারক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ) রাখা হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, মুবারককে শারম আল শেখের আন্তর্জাতিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারম আল শেখের ম্যানেজার বলেছেন, মুবারকের অবস্থা স্থিতিশীল রয়েছে।
মিশরে মুবারক উৎখাত আন্দোলনের সময় শত শত বিক্ষোভকারীকে হত্যা এবং তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগের তদন্তকারী দলের সঙ্গে সাক্ষাতের সময় মুবারক হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হন।
এর আগে দুর্নীতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, আদালতে হাজিরের সমন জারি হওয়ার পর থেকেই মুবারক খাবার ও পানীয় গ্রহণে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন।
মুবারকের দুই ছেলে আলা এবং গামালকেও তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করছে।
মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন প্রতিবেদক জানান, ‘হাসপাতালের ভেতর কি হচ্ছে তা বোঝা যাচ্ছে না। শুধুমাত্র জরুরী বিভাগের রোগীদেরকেই হাসপাতালে ঢোকার অনুমতি দেয়া হচ্ছে। ’
এদিকে সংবাদ সংস্থা এপি জানায়, হাসপাতালের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে মুবারকের বিরুদ্ধে সেøাগান দিচ্ছে।
বাংলাদেশ সময়: ০৮১৭ ঘন্টা, ১৩ এপ্রিল, ২০১১