কায়রো: মিশরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট হোসনি মোবারকের দুই ছেলেকে দুর্নীতি এবং রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগে জিজ্ঞাসবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ও গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে।
মোবারকের দুই ছেলে আলা এবং গামালকে এর আগেও একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবার আরো জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১৫ দিন আটক রাখা হবে।
ছোট ছেলে গামালকে হোসনি মোবারকের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে দেখা হত।
এর আগে মঙ্গলবার হোসনি মোবারককেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ হৃদরোগের সমস্যার কারণে তাকে হাসপাতালে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকেও ১৫ দিন আটক রাখা হবে বলে জানা গেছে।
৮২ বছর বয়সী মিশরের এই সামরিক শাসক ১১ ফেব্রুয়ারি টানা ১৮ দিন ধরে চলা ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরে লোহিত সাগরের তীরে অবকাশ কেন্দ্র শরম আল শেখে গিয়ে আশ্রয় নেন তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে মঙ্গলবার বলা হয়, মোবারক হৃদরোগে ভূগছেন। কিন্তু অন্যসূত্র জানায়, তার শারীরিক অবস্থা জিজ্ঞাসাবাদ করার মতো যথেষ্ট ভালো।
দক্ষিণ সিনাইর প্রধান প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তা মেজর জোনারেল মোহাম্মদ এল খতিব আদালত ভবনের বাইরে ভিড় করা জনতার সামনে বলেন, মোবারকের ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ জন্য তাদের ১৫ দিন আটক রাখা হবে।
সরকারি কৌঁসুলিরা মোবারকের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে শতশত লোককে হত্যা এবং তার ৩০ বছরের শাসনামলে সংঘটিত ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছেন।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১