আবিদজন: যুদ্ধ বিধ্বস্ত আইভরি কোস্টের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লরা বাগবোকে বুধবার গৃহবন্দি করা হয়েছে।
আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট অ্যালাসান ওয়াত্তারা তার দায়িত্ব গ্রহন করেছেন।
আইভরি কোস্টের বিচার মন্ত্রী জিয়ানট আহোউসুকুয়াদিও বলেন,‘ তদন্ত চলাকালীন সময়ে লরা বাগবো এবং তার কয়েকজন সঙ্গীকে গৃহবন্দি রাখা হবে’।
তবে বাগবোকে কোথায় রাখা হবে এবং তার সঙ্গে কাদের বন্দি করা হয়েছে, সেসব তথ্য সরকারি ভাবে জানানো হয়নি।
নভেম্বরের নির্বাচনে পরাজয়ের পরও ক্ষমতা আকঁড়ে থাকার জন্য আগামী মাসে বাগবোকে বিচারের মুখোমুখি করা হবে বলে ওয়াত্তার সরকার জানিয়েছে।
এদিকে, আইভরি কোস্টে সহিংসতায় কমপক্ষে ৮০০ জন নিহত হয়েছে বলে জাতিসংঘ উল্লেখ করেছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে আইভরি কোস্টের নতুন প্রেসিডেন্ট ওয়াত্তারাকে অভিনন্দন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১