ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে নতুন করে সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
ইয়েমেনে নতুন করে সংঘর্ষ

সান্না: ইয়েমেনে নতুন করে সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

দেশটির চিকিৎসা বিভাগ সূত্রে বুধবার এ তথ্য জানানো হয়।

একজন সেনা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার রাতে সান্না থেকে ১৭০ কিলোমিটার উত্তরাঞ্চলে আমরান প্রদেশে পুলিশ, ভিন্নমতাবলম্বী সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালালে একজন সেনা কর্মকর্তা নিহত হয়। এসময় সেনাবাহিনীর পাল্টা হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত হয়।  

অপর দিকে, বুধবার দেশটির  দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী আদেনে সরকার বিরোধী বিক্ষোভকারীরা বিক্ষোভ করার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ২ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

এদিকে, বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ পদত্যাগ না করা পর্যন্ত প্রতি শনি ও বুধবার আদেনে রাস্তা বন্ধ করে বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।