ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলা নিহত ১০

কাবুল: যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় বুধবার কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। কুনার প্রদেশের আদিবাসী অঞ্চলে প্রবীণদের একটি জমায়েতে হামলার ঘটনা ঘটে বলে সরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাসারি জানান।

খবর এএফপির।

বার্তাসংস্থা এএফপিকে বাসারি বলেন, কুনার প্রদেশের আসমার জেলায় জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলায় ৭ জন আহত হয়েছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে সরকারের একজন স্থানীয় প্রতিনিধি রয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।

আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবান বিরোধী অভিযান পরিচালনার পর থেকে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।