কাবুল: যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় বুধবার কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। কুনার প্রদেশের আদিবাসী অঞ্চলে প্রবীণদের একটি জমায়েতে হামলার ঘটনা ঘটে বলে সরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেমারাই বাসারি জানান।
বার্তাসংস্থা এএফপিকে বাসারি বলেন, কুনার প্রদেশের আসমার জেলায় জমায়েত লক্ষ্য করে হামলা চালানো হয়। এই হামলায় ৭ জন আহত হয়েছেন।
তিনি জানান, নিহতদের মধ্যে সরকারের একজন স্থানীয় প্রতিনিধি রয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় কোনো সংগঠন স্বীকার করেনি।
আফগানিস্তানে ২০০১ সালে যুক্তরাষ্ট্র তালেবান বিরোধী অভিযান পরিচালনার পর থেকে প্রায়ই এ ধরনের হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১