ঢাকা: দুই জাপানি নাগরিকের পর এবার জিম্মি জর্ডানি পাইলট মায়াজ আল-কাসাসবেকেও হত্যা করলো আইএস (ইসলামিক স্টেট)। জঙ্গি সংগঠনটির প্রকাশিত এক নতুন ভিডিওতে বিষয়টি উঠে এসেছে।
এদিকে আইএসের প্রকাশিত ভিডিওটি মায়াজ আল-কাসাসবের বলে নিশ্চিত করেছে জর্ডান। তবে ভিডিওটির সত্যতা যাচাইয়ে কাজ করছে মার্কিন তদন্তকরী সংস্থা।
আইএসের সঙ্গে সম্পৃক্ত অসমর্থিত সূত্রের এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশিত হয়।
প্রকাশিত ভিডিওর বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ২২ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওর শেষ দিকে দেখা যায়, কালো রঙের খাঁচায় বন্দি একজনের পাশে আগুন জ্বলছে। এর ভেতরে করজোড় করে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তি।
এর আগে সানজিদা আল-রিশাওয়ি নামে আত্মঘাতী বোমা হামলা পারদর্শী আইএসের এক নারী সদস্যকে দ্রুত মুক্তির দাবি জানান আইএস। অন্যথায় পাইলট মায়াজ আল-কাসাসবেকে হত্যার হুমকি দেয় জঙ্গি সংগঠনটি।
২০১৪ সালের ডিসেম্বরে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করে আইএস। ওই প্লেনের পাইলট আল-কাসাসবে।
সম্প্রতি হারুনা ইয়াকুয়াক ও কেনজি গোতো নামে দুই জাপানি নাগরিককে হত্যা করে আইএস।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫