নিকোসিয়া: সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের কয়েকশ সরকার বিরোধী বিক্ষোভকারীকে আটক করার পর বুধবার প্রধান সড়কে মিছিল বের করেছে কয়েক হাজার নারী। তাদের দাবি, আটক ব্যক্তিদের মুক্তি দিতে হবে।
এর আগে মঙ্গলবার নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দমন করতে তাদের আটক করে। এই ঘটনার প্রতিবাদে ৫ হাজারের বেশি নারী জমায়েত হয় বলে মানবাধিকার কর্মী রামি আব্দেল রহমান বার্তাসংস্থা এএফপিকে জানান।
রামি বলেন, সেখানে জনগণের দাবি কি এটা জানতে বুধবার সরকারি কর্মকর্তাদের বানিয়াস যাওয়ার কথা ছিল। মার্চের মাঝামাঝিতে সিরিয়ায় সরকার বিরোধী গণআন্দোলন শুরু হয়।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ জনগণের কাছে সংস্কারের প্রতিশ্রতি করলেও কবে নাগাদ তা বাস্তবায়ন হবে সেকথা উল্লেখ করেননি।
সাধারণ শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১