ওয়াশিংটন: জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে আরব নেতাদের দ্রুত সংস্কারের আহবান জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। মঙ্গলবার তিনি এই আহবান জানিয়ে বলেন, ওই অঞ্চলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের যে ছোঁয়া লেগেছে তাতে আরব নেতাদের দ্রুত সাড়া দেওয়া উচিৎ।
ওয়াশিংটনে ‘ইউএস-ইসলামিক ওয়ার্ল্ড ফোরাম’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আরবে দীর্ঘ বিলম্বিত বসন্তে বরফ গলতে শুরু করেছে।
আরবের তরুণদের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘অর্থনৈতিক এবং রাজনৈতিক সংস্কারের দাবিতে তারা এতদিন ধরে জমে থাকা মিথ্যার জবাব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে আরব বিশ্বে যে প্রগতির ছোঁয়া লেগেছে তা তখনই স্বার্থক হবে যখনই আরব নেতারা দ্রুত তাতে সাড়া দিয়ে পদক্ষেপ নেবেন। ’
৩০টিরও বেশি মুসলিম দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। আরব বিশ্বে সাম্প্রতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ টেনে শীর্ষ এই মার্কিন কূটনীতিক বলেন, ‘এই দশকে প্রথমবারের মতো সেখানে সত্যিকারের পরিবর্তনের সময় এসেছে। ’
মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধনী দিনে ওআইসির মহাসচিব একলেমেদ্দিন ইউসানুগলো ফিলিস্তিন-ইসরায়েল প্রসঙ্গ টেনে বলেন, মুসলিম বিশ্বের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের আরো সক্রিয় হওয়া উচিৎ।
তিনি আরো বলেন, এই মুহূর্তেই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরু করা উচিৎ। মার্কিন সিনেটর জন কেরি বলেন, এখানকার যে কেউ ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা পুনরুজ্জীবিত করতে ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১