ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রিয়াদে বাংলাদেশ স্কুলের কমিটি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
রিয়াদে বাংলাদেশ স্কুলের কমিটি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

রিয়াদ (সৌদিআরব): রিয়াদস্থ ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল- ইংলিশ সেকশন’ প্রায় এক বছরে ধরে অভিভাবকহীনভাবে চলছে।

এক বছর আগে বিগত পরিচালনা কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার পর পর’ই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

কিন্তু একটি চক্রের কারণে সেই নির্বাচন প্রক্রিয়া ভেস্তে যায়।

সর্বমোট ২৪ জন প্রার্থীর মধ্যে ১২ জন’ই একটি বিশেষ ফোরামের ছিল। কিন্তু কোনো কারণ ছাড়াই নির্বাচনী প্যানেল থেকে তাদের বাদ দেওয়া হয়। অথচ নির্বাচনে অংশ গ্রহণকারী চারটি অভিভাবক ফোরামের মধ্যে এই ফোরামের সর্বাধিক প্রার্থী ছিল।

তখন সচেতন অভিভাবকদের ব্যাপক প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সৌদি সরকারের বৈদেশিক শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত কর্তৃপক্ষ সেই নির্বাচন স্থগিত ঘোষণা করে।

সৌদিআরবের রিয়াদ থেকে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল- ইংলিশ সেকশন’ এর সাধারণ অভিভাবকদের পক্ষে সুজন, সুমন ও সুপণ ইমেলে বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তারা অভিযোগ করেন, সম্প্রতি অভিভাকদের দাবির মুখে স্কুল পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্যে কমিটির সদস্য হতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবারও লিখিত আবেদন আহবান করা হয়েছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে এবারও পুরো প্রক্রিয়াটাকে রহস্যাবৃত করে রাখা হয়েছে।

নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে, না দূতাবাসের পছন্দসই লোকদেরকে দিয়ে অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে তাদের উপরে একটি সাজানো পরিচালনা কমিটি চাপিয়ে দেওয়া হবে, তা নিয়ে সংশ্লিষ্ট সবাই চিন্তিত।

তাদের বক্তব্য নিম্নে হুবহু দেওয়া হলো:

সাধারণ অভিভাবকরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সৎ, যোগ্য, নিঃস্বার্থ ও উচ্চশিক্ষিত ব্যক্তিদের স্কুল পরিচালনা কমিটির সদস্য হিসাবে দেখতে চায়। তারা চায় না অতীতের সেই অযোগ্য, দুর্নীতিপরায়ণ লোক বা তাদের দোসরদের যাদের কাছে স্কুল স্বার্থের চেয়ে নিজের ব্যক্তি স্বার্থ প্রাধান্য পেয়ে এসেছে।

এটা খুব’ই স্পষ্ট যে একটি কম্যুনিটি স্কুলের পরিচালনা কমিটির সদস্য হিসেবে সম্পূর্ণ স্বেচ্ছাসেবক ও অলাভজনক পদে আসীন হওয়ার জন্য কারা কী স্বার্থে এবং কী কারণে সাধারণ জনমতকে উপেক্ষা করে অবৈধ অনৈতিক পন্থা অবলম্বন করতে চায়। কারণ ওরা বোঝে যে অবাধ নির্বাচন হলে সাধারণ ও সচেতন অভিভাবকগণ কখনোই তাদের সমর্থন দেবে না। সবাই জানে এরা কারা। তাই তারা ক্ষমতাসীনদের সাইনবোর্ড ব্যবহার করে দূতাবাসের উপর কর্তৃত্ব খাটিয়ে সবাইকে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দূতাবাস কর্তৃক গোপন সিলেক্শনের মাধ্যমে স্কুল পরিচালনা কমিটি’র সদস্য হতে চায়। তাদের এবং দূতাবাস কর্মকর্তাদের বোঝা উচিৎ এভাবে চক্রান্ত করে সিলেক্শনের মাধ্যমে কমিটি গঠন কারো জন্যই কল্যাণকর হবে না।
 
একদিকে বিগত কমিটি’র অদক্ষতা ও অব্যবস্থাপনার কারণে স্কুল নানা সমস্যায় জর্জরিত। এর উপরে বিগত এক বছর ধরে কমিটিবিহীন স্কুলের আবাসন, শিক্ষক, শিক্ষা ও অন্যান্য কারিকুলামসহ যাবতীয় সমস্যা আরও ভয়াবহ করে তুলেছে। এতে আমাদের ভবিষ্যত প্রজম্ম কোমলমতি ছেলে মেয়েদের মূল্যবান শিক্ষা জীবনকে দুর্বিসহ করে তুলছে। এমতাবস্থায় দুতাবাস কর্তৃপক্ষের যে কোনো দায়িত্বহীন, দলীয়মনোভাবাপন্ন এবং জনবিরোধী সিদ্ধান্ত আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাবে।

অপরদিকে, সৌদিআরবে আমরা বাংলাদেশিরা দীর্ঘ দিন ধরে ইমেজ সংকটে ভুগছি। যার কারণে দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশিদের জন্য ভিসা, স্পন্সরশিপ ট্রান্সফারসহ জরুরি আরও অনেক সুবিধা প্রদান বন্ধ রয়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি সংক্রান্ত ব্যপারে স্বাক্ষরিত চুক্তি আমাদের মনে নতুন আশার আলো জাগিয়েছে। এ পরিস্থিতিতে স্কুল কমিটি গঠন নিয়ে খোদ দূতাবাসকে ব্যবহার করে একটি মহলের অশুভ চক্রান্ত করে ইমেজ সংকটে আরো একটি নতুন মাত্রা যোগ করবে।

বাংলাদেশ সরকার, রিয়াদস্থ দূতাবাসসহ সংশ্লিষ্ট সকলের কাছে আমরা সাধারণ অভিভাবকদের আকুল আবেদন, আমাদের জাতির ভবিষ্যত ছেলেমেয়েদের শিক্ষা জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে অভিভাবকদেরকে তাদের যোগ্য প্রতিনিধিদের সমন্বয়ে একটি সৎ, দক্ষ ও নিঃস্বার্থ স্কুল পরিচালনা কমিটি গঠনের সুযোগ করে দিন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।