ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রান্সএশিয়ার প্লেনের জরুরি অবতরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ট্রান্সএশিয়ার প্লেনের জরুরি অবতরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ ছবি : সংগৃহীত

ঢাকা: ৫৮ আরোহী নিয়ে তাইপে নদীতে তাইওয়ানভিত্তিক ট্রান্সএশিয়ার প্লেনটির  জরুরি অবতরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, প্লেনটিতে ৫৩ যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন।

এটিআর-৭২ প্লেনটি তাইপে শঙশান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। আরোহীদের মধ্যে ৩১ জনই চীনা পর্যটক বলে জানা গেছে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে এয়ার কন্ট্রোল রুমের সঙ্গে প্লেনটির যোগাযোগ ‍বিচ্ছিন্ন হয়ে যায়।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন, উদ্ধারকারী দলের একজন কর্মকর্তা ইউ জান হং।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে কন্ট্রোল রুমের সঙ্গে সর্বশেষ যোগাযোগের রেকর্ডে একজন পাইলটকে ধোঁয়ার কথা বলতে শোনা যায় বলে
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

‌এদিকে, প্লেনটির ভেতরে আটকা পড়া ১২ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এরআগে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৫ জনকে।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।