ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া বিষয়ে এবার বার্লিনের সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১
লিবিয়া বিষয়ে এবার বার্লিনের সম্মেলন

বার্লিন: লিবিয়া পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বার্লিনে পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন। মুয়াম্মার গাদ্দাফির পতনের জন্য ন্যাটো বাহিনীর বিমান হামলা বাড়ানো বিষয়ে বন্ধু দেশের মন্ত্রীদের সঙ্গে আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।



 বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, ইউরোপ ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের বৈঠকে অংশ নিতে এরই মধ্যে বার্লিন পৌঁছেছেন৷

ন্যাটো বাহিনী লিবিয়ায় অভিযান পরিচালনার দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহ পরে আন্তর্জাতিক পর্যায়ে নেতাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, ব্রিটেন এবং ফ্রান্স অভিযোগ করেছে, ন্যাটো পর্যাপ্ত পরিমাণে অথবা শক্তিতে গাদ্দাফি বাহিনীর উপর হামলা চালাচ্ছে না৷

গাদ্দাফির ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে জাতিসংঘের প্রস্তাব ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা এবং এর মাধ্যমে গাদ্দাফির সরে দাঁড়ানো নিশ্চিত করা। লিবিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পরিকল্পনার ব্যাপারে কথা বলা এবং গণতান্ত্রিক লিবিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক প্রক্রিয়া অনুমোদন দেওয়ার জন্য বুধবার বিশ্বের শক্তিধর দেশের নেতারা দোহায় বৈঠক করেন।

গাদ্দাফির পতন নিশ্চিত করতে ন্যাটো দায়িত্ব নেওয়ার পর দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখন পর্যন্ত বিশেষ কোনো সাফল্য অর্জন করতে পারেনি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।