ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিপক্ষ দল রিপাবলিকান সদস্যরা তাদের বাজেট পরিকল্পনা প্রতিনিধি সভায় পাস করেছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি সভায় গত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
প্রতিনিধি সভার আইনপ্রণেতারা ২৩৫-১৯৩ ভোটে এসংক্রান্ত বিলটি পাস করে। এতে বারাক ওবামার বিপুল সরকারি ব্যয়ের বিরোধী রিপাবলিকান দলীয় আইনপ্রণেতারা কংগ্রেসে তাদের আধিপত্য ধরে রাখতে পারল।
এদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, ‘আমরা এ বিষয়ে দ্বিমত পোষণ করছি। আমাদের মতামত ভিন্ন। আমাদের লক্ষ্য একই। রিপাবলিকান ও ডেমোক্রাটদের একসঙ্গে কাজ করার জন্য যে কোনো প্রক্রিয়ার প্রতি আমরা অঙ্গীকার বন্ধ। ’
রিপাবিকান দলীয় প্রতিনিধি সভার স্পিকার জন বোয়েনার বলেন, ‘সঠিক পথেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর আমি আশা করছি প্রেসিডেন্টও আমাদের মতো তার কাজটাকে গুরুত্বের সঙ্গে নেবে। ’
বিশ্লেষকরা বলছেন, ডেমোক্রাট দলে নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এ পদক্ষেপ ধোপে টিকবে না। প্রতিনিধি সভার ডেমোক্রাট দলীয় নেত্রী ন্যান্সি পেলোসি বলেন, এ পদক্ষেপের ফলে চিকিৎসা সেবা সংক্রান্ত একটি বিল (অ্যাজ উই নো ইট) বাতিল হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১