কাবুল: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শনিবার জঙ্গিগোষ্ঠী তালিবানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে একমত হয়েছেন।
এ মুহূর্তে গিলানি আফগানিস্তানে বিশেষ সফরে রয়েছেন।
কারজাই বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ের যৌথ শান্তি কমিশন পাকিস্তান হালনাদাগ করেছে। শান্তি কমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, গোয়েন্দাপ্রধান এখন থেকে শান্তি কমিশনের প্রতিনিধিত্ব করবে। আগামীতে ইসলামাবাদে কারজাইয়ের সফরে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলেও তিনি জানান।
আলোচনায় যুক্তরাষ্ট্র থাকবে কি না জানতে চাইলে গিলানি বলেন, এ নিয়ে টেবিলে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আলোচনায় যা-ই সিদ্ধান্ত নেওয়া হোক তা কেবল আফগানিস্তান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র নেবে।
২০০১-এর ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার আগে তালিবানের প্রধান সমর্থক ছিল পাকিস্তান। এ হামলার পর পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রে পরিণত হয়।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১১