দামেস্ক: সিরিয়ায় আগামী সপ্তাহে জরুরি অবস্থা তুলে নেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। নতুন মন্ত্রিসভা গঠনের পর শনিবার এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট এ কথা বলেন।
সিরিয়ায় জরুরি অবস্থা তুলে নিতে গত শুক্রবারও দেশটির রাজধানী দামেস্কে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
সরাসরি সম্প্রচারিত দেশের জনগণের উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘তার দেশ ষড়যন্ত্রের শিকার। জরুরি অবস্থা তুলে নিলে সিরিয়া অস্থিতিশীল হবে না। ’
তিনি বলেন, ‘জরুরি অবস্থা তুলে নেওয়ার ব্যাপারে কার্যপদ্ধতি নির্ধারণে মন্ত্রিসভার আইন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। ’
প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘আমি মনে করি আইন কমিশন নতুন আইন তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে। ’
তিনি বলেন, ‘আমার মনে হয় সর্বোচ্চ আগামী সপ্তাহের মধ্যেই জরুরি অবস্থা তুলে নেওয়া হতে পারে। ’
প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘নতুন নিরাপত্তা আইন জরুরি আইনের প্রতিস্থাপন হবে। ’
তিনি বলেন, ‘নতুন মন্ত্রিসভাকে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে আরও ভেবে দেখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ’
নতুন আইনে অবশ্য পাঁচজনের বেশি একত্রে জমায়েত হওয়ায় নিষেধাজ্ঞা থাকছে বলে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১