ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে ২২ জনের প্রাণহানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে ২২ জনের প্রাণহানী

শিকাগো: যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া কয়েক দফা টর্নেডোর আঘাতে ২২ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। গত তিন দিনে দেশটির দক্ষিণাঞ্চল, কেন্দ্র এবং পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটেছে।

শনিবার স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে। খবর এএফপির।

এমএসএনবিসি টিভি জানায়, নিহতদের মধ্যে অ্যালবামার ম্যারেংগো জেলায় একজন, অটোগা এবং ওয়াশিংটনে আরো ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রচ- ঝড়ে গাছপালা দুমড়ে-মুচড়ে গেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কোনো কোনো বাড়ির ছাদ উড়ে গেছে এবং রাস্তায় বিক্ষিপ্ত অবস্থায় যানবাহন পড়ে থাকতে দেখা গেছে।

এদিক শুক্রবার দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপি এবং অ্যালবামায় ছোট বড় ২৪টি টর্নেডো বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এদিন আরকানসাসের গ্রামীণ এলাকায় ৭ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। বেশিরভাগই মারা গেছে গাছের নিচে চাপা পড়ে।

এর আগের দিন ওকলাহোমা, কানসাস এবং টেক্সাসে ১৫টি ঘূর্ণিঝড় বয়ে যাওয়ার খবর দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।

আরো দুই জন মারা গেছেন ওকলাহোমার অ্যাটোকায়। অপর একজন মারা গেছেন মিসিসিপির গ্রিন অঞ্চলে।

বাংলাদেশ সময়: ০৫২৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।