টোকিও: ভয়াবহ ভূমিকম্প ও সুনামির আঘাতে বিধ্বস্ত জাপান সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। রোববার ক্লিনটন একটি প্রতিনিধি দল নিয়ে সরকারি সফরে এশিয়ার অন্যতম বন্ধুদেশ জাপান পৌঁছেছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেয়াকি মাতসুমোতোর সঙ্গে সাক্ষাতের সময় ক্লিনটন বলেন, ‘উভয় দেশের দৃঢ় বন্ধুত্ব রক্ষা ও দুই দেশের জনগণের হৃদয়ে গভীরে স্থান পাওয়া এবং এখানে আসতে পারাটা অত্যন্ত সম্মানের। ’
হিলারি বলেন, সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের জনগণ ফিরে দাড়ানোর যে চেষ্টা, ধৈর্য্য এবং মানসিক শক্তির পরিচয় দিয়েছে তা সত্যি শ্রদ্ধা এবং সহানুভুতি পাওয়ার যোগ্য।
হিলারি সম্রাট আকিহিতোর সঙ্গে করমর্দন করেন এবং সম্রাজ্ঞি মিচিকোর গালে চুমু দেওয়ার সময় গভীর দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তার আশ্বান দেন।
গত ১১ মার্চ স্মরণকালের ভূমিকম্প ও সুনামি আঘাত হানার পর জাপানের জনগণকে সাহায্য করার জন্য উদ্ধার কাজে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। দেশটির ২০ হাজার সেনাসদস্য, জাহাজ এবং হেলিকপ্টারের উদ্ধার কাজে অংশ নিয়েছে।
জাপানের ফুকুশিমা পরমাণু চুল্লিতে একের পর এক বিস্ফোরণের ঘটনায় মার্কিন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
ক্লিনটনের একজন সফরসঙ্গী গণমাধ্যমকে জানান, জাপানের সম্রাট আকিহিতো ও র চায়ের আমন্ত্রণ রক্ষার জন্য হিলারি জাপান সফরে এসেছেন।
১১ মার্চের ভূমিকম্প এবং সুনামিতে দেশটির সরকারি হিসাব অনুযায়ী কমপক্ষে ১৩ হাজার মানুষ নিহত এবং ১৪ হাজার নিখোঁজ হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১