ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে আমি সফল: মনমোহন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে আমি সফল: মনমোহন

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হলে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং তার কাজকে সফল হয়েছে বলবেন। ভারতীয় গণমাধ্যমে রোববার প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ খবর  প্রচার করা হয়েছে।

খবর এনডিটিভি ও এএফপির।

২০০৮-এ মুম্বাই হামলার পর পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আবার সচল করার চেষ্টা করছে। ওই হামলার পর দেশ দুটির সম্পর্কে ফাটল ধরে।

তিনদিন ধরে চলা মুম্বাইয়ের তাজ হোটেলের ওই হামলায় ১৬৬ জন পর্যটক প্রাণ হারান। ভারত এর জন্য শুরু থেকেই পাকিস্তানি জঙ্গিদের দায়ী করছে। এই হামলায় পাকিস্তানি নাগরিক কাসাব দোষী সাব্যস্তও হয়েছেন।

কাজাখস্তান থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী মনমোহন সিং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, ‘ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক করার কাজে আমি যদি সফল হই এবং তাদের মধ্যে যদি স্বাভাবিক প্রতিবেশিসুলভ সম্পর্ক বিরাজ করে, তবে আমি মনে করব আমার কাজ সম্পন্ন হয়েছে। ’ সরকারি বার্তা সংস্থা পিটিআই প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে এ কথা জানায়।

গত মাসে প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে ভারত-পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত সেমি ফাইনাল ক্রিকেট খেলা দেখার জন্য আমন্ত্রণ জানান। স্থানীয় গণমাধ্যমে এটাকে ‘ক্রিকেট কূটনীতি’ বলে প্রচারিত হয়।

আন্তর্জাতিক সম্প্রদায় এই প্রতিবেশী দেশদুটিকে আলোচনার মাধ্যমে তাদের সব সংকট সমাধানের আহবান জানায়।

১৯৪৭ সালের ১৪ আগস্ট অবিভক্ত ভারতীয় উপমহাদেশ ভেঙে পাকিস্তান এবং পরদিন ১৫ আগস্ট ভারত নামের দুটি স্বাধীন দেশের জন্ম হয়। সেসময় থেকেই দেশ দুটির মধ্যে সব বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে।

বংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।