ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সংস্কারের অঙ্গীকার আসাদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

দামাস্কাস: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ৪৮ বছরের জরুরি অবস্থা প্রত্যাহার ও রাজনৈতিক সংস্কারের অঙ্গীকার করেছেন। তার এ কথায় বিক্ষোভকারীদের বিন্দুমাত্র শান্ত করতে পারেনি।



নতুন মন্ত্রিসভার প্রতি রাখা বক্তব্যে আসাদ বলেন, চলতি সপ্তাহের শেষে জরুরি অবস্থা প্রত্যাহার করা হচ্ছে। তিনি মাসব্যাপী চলা বিক্ষোভকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। দেশকে শক্তিশালী করতে সংস্কারের প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

গত ১১ বছর ধরে আসাদ সিরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন। তার সরকারের বিরুদ্ধে সিরিয়াজুড়ে আন্দোলন শুরু হয়েছে।

এর আগে বিক্ষোভ দমাতে আসাদ মন্ত্রিসভা ভেঙে দেন। পরে আবারও তা প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রীকে নিয়োগ দেন। বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের নাগরিকদের নিরাপত্তা ও সেবা দেওয়া জরুরি। এনিয়ে শ্রমিক সংগঠন ও জাতীয় সংগঠনগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করব। ’

বিক্ষোভকারীরা আসাদের  বক্তব্যকে নাকচ করে বলেছে, এ অঙ্গীকার তেমন কিছু না।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।