জয়পুর: জয়পুরের শেষ মহারাজা বিগ্রেডিয়ার সোয়াই ভবানি সিং রোববার শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। খবর স্ট্রেইটস টাইমসের।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯বছর। বার্ধক্যজনিত কারণে তিনি মারা গেছেন। তার মেয়ে দিয়া কুমারি এ তথ্য জানিয়েছেন।
ভবানি সিং দিল্লির উপকন্ঠে একটি হাসপাতালে রোবরার সকালে মারা যান। এই হাসপাতালে তিনি দুই সপ্তাহ আগে ভর্তি হয়েছিলেন। তিনি উচ্চরক্তচাপ, ফুসফুসের সংক্রমণে ভূগছিলেন।
সরকার মহারাজার উপাধি কেড়ে নেওয়ার পর তাকে ভারতের সামাজিক এবং সাংস্কৃতির পুরোধা ব্যক্তি হিসেবে মানা হয়।
ভবানি সিং ১৯৭০সালে তার বাবা সোয়াই মান সিং এর মৃত্যুর পর কিছু দিনের জন্য মহারাজার দায়িত্ব পালন করেন।
ভবানি সিং ভারতীয় সেনাবহিনীতে কর্মরত ছিলেন এবং ১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১