রেঙ্গুন:মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচি সে দেশে মার্কিন বিশেষ দূতের নিয়োগকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি (দূত) মিয়ানমারের সত্যিকারের গণতান্ত্রিক সংস্কার আনতে সহায়তা করতে সক্ষম হবেন। খবর এপির।
প্রেসিডেন্ট বারাক ওবামা দুই সপ্তাহ আগে প্রতিরক্ষা কর্মকর্তা ডেরেক মিচেলকে মিয়ানমারের বিশেষ দূত হিসেবে মনোনয়ন দিয়েছেন।
তাকে মিয়ানমারের সেনা সমর্থিত সরকারের সঙ্গে সংস্কারের বিষয়ে আলোচনা করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিয়োগ দেয়া হয়েছে। বারাক ওবামা মনোনয়ন দিলেও এটা এখন সিনেটে পাস হতে হবে।
সুচি রোববার সাংবাদিকদের বলেন, একজন বন্ধু হিসেবে মিচেল মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়ার সংস্কার সাধনে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
‘তিনি কতটা আশাবাদী’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নোবেলজয়ী এই নেত্রী বলেন তিনি সতর্কভাবে আশাবাদী।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১১