বেইজিং: শিলাবৃষ্টি, দমকা হাওয়া ও অতিবৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে কমপক্ষে ১৭ জনের প্রাণহানী ঘটেছে। আহত হয়েছে ১৫০ জনেরও বেশি মানুষ।
স্বরাষ্ট্রন্ত্রণালয়ের বরাত দিয়ে চীনের কেন্দ্রীয় টেলিভিশন জানায়, গুয়াংঝু, ফোশান, ডংগুয়ান ও জংশেন শহরে সোমবার তীব্র ঝড় বয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮৪ লাখ মার্কিন ডলার মূল্যমানের বলে অনুমান করা হচ্ছে।
দুর্যোগ কবলিত মানুষের সংখ্যা ধারণা করা হচ্ছে ২ কোটি ২০ লাখ। বৃষ্টির পরিমাণ ২ দশমিক ২ ইঞ্চি। চীনের সবচেয়ে উদীয়মান রপ্তানিমুখী শিল্প অঞ্চল এটি।
খবরে জানা যায়, গুয়াংডুয়াং প্রাদেশিক সরকার জরুরি ভিত্তিতে একটি সহায়তা দল পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো চিহ্নিত করতে পরীক্ষা-নীরিক্ষা চলছে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১