ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নির্বাচনে জয়ের পথে জোনাথন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১
নাইজেরিয়ায় নির্বাচনে জয়ের পথে জোনাথন

আবুজা: নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জোনাথন জয়ের পথে এগিয়ে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মুহাম্মাদু বুহারির থেকে অনেক ব্যবধানে ভোট পেয়ে জয়ী হচ্ছেন।

খবর বিবিসির।

নির্বাচনের আগে জোনাথন স্বাধীন এবং অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন। বিবিসির স্থানীয় প্রতিনিধি জানিয়েছেন, আগের বছরগুলোর নির্বাচনের তুলনায় এবারের ভোট শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে।

এদিকে, তেল সমৃদ্ধ নাইজিরিয়ার নির্বাচনের মাধ্যমে প্রথম খ্রিস্টান ধর্মাবলম্বী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জোনাথন। যদিও দেশের উত্তরাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকায় জোনাথনের প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল বুহারির পক্ষে জনগণের ব্যাপক সমর্থন রয়েছে।

নির্বাচনে জয়ী হতে প্রার্থীকে কমপক্ষে ২৫ শতাংশ ভোট এবং ৩৬টি আসনের দুই তৃতীয়াংশ আসন পেতে হয়। ভোট গণনা শেষ হওয়ার আগেই জোনাথন এ পর্যন্ত ২৪টি আসনে জয়লাভ করেছেন। প্রকাশিত প্রাথমিক ফলাফলে এ তথ্য জানা গেছে।

গত বছর তৎকালীন প্রেসিডেন্ট উমরাও ইয়ারআদুয়ার মৃত্যুর পর জোনাথন প্রেসিডেন্টের দায়িত্বভার নেন। এর আগে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।