ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া-বিরোধীদের যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা: উইকিলিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১
সিরিয়া-বিরোধীদের যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তা: উইকিলিকস

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গোপনে সিরিয়ার বিরোধী দলসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে আর্থিক সহায়তা দিয়েছে। উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক গোপন দলিলে এ তথ্য জানা গেছে।



সোমবার এ সংক্রান্ত ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়, বিরোধীদের অনুষ্ঠান সম্প্রচার করে এমন একটি টিভি চ্যানেলকেও আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। লন্ডনভিত্তিক বরদা টিভি নামের ওই চ্যানেলটি ২০০৯-এর এপ্রিলে সম্প্রচার শুরু করে। সিরিয়ায় সরকার বিরোধী গণবিক্ষোভের খবর সম্প্রচার করতে চ্যালেনটি বিশেষ মনোযোগ দেয়। দেশটির প্রেসিডেন্ট আশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে গত ১৮ মার্চ দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ চলাকালে সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত বহুলোক নিহত হয়েছে।

সিরিয়ার বিরোধীদের হাতে যুক্তরাষ্ট্রের অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমল থেকে। ২০০৫ সালে দামাস্কাসের সঙ্গে ওয়াশিংটন রাজনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রয়েছে। যদিও ওবামার প্রশাসন আসাদের সঙ্গে সম্পর্ক পুনস্থাপন করতে চায়। দীর্ঘ ছয় বছর পর গত জানুয়ারিতে দামাস্কাসে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ওয়াশিংটন।

বরদা টিভি সিরিয়া থেকে নির্বাসিত একদল লোকের নেটওয়ার্ক। এতে সিরিয়ার বিরোধী দল জাস্টিস অ্যান্ড ডেভলোপমেন্টের গভীর সমর্থন রয়েছে। উইকিলিকসের ফাঁস করা কূটনৈতিক দলিলে দেখা গেছে, টিভি চ্যানেল ও সিরিয়ার অভ্যন্তরে নানাবিধ কার্যক্রম পরিচালনার জন্য ২০০৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ৬০ লাখ মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে।

ফাঁস করা তথ্যে আরও জানা গেছে, ২০০৯-এ সিরিয়ার গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রকল্পের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করলে দামাস্কাসের মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। কয়েকজন কর্মকর্তারা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপের ব্যাপারে পুনর্বিবেচনারও অনুরোধ জানান। এতে দামাস্কাসের সঙ্গে ওবামা প্রশাসনের সম্পর্কের অবনতি হবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।

এটা অবশ্য পরিষ্কার নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সিরিয়ার বিরোধী দলকে অর্থায়ন করছে কি না। তবে তারবার্তায় দেখা গেছে, কিছু অর্থ এখনো সিরিয়ার ভিন্ন মতাবলম্বীদের কাছে যায়। ওয়াশিংটন পোস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে অর্থ পায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রকাশ করেনি। এতে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বিপদে পড়বে এমন আশঙ্কায়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।