ওয়াশিংটন: লিবিয়ার জনগণের বিরুদ্ধে আমরা কোনো অপরাধ করিনি। দেশটির নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি এ মন্তব্য করেন।
রোববার ওয়াশিংটন পোস্টকে ত্রিপোলি থেকে ঘণ্টাব্যাপী দেওয়া সাক্ষাৎকারে সাইফ (৩৮) বলেন, লিবিয়ায় মার্কিনিদের আগ্রাসন জনগণকে সাহায্যের নামে আরেকটি ইরাক বানানোর ষড়যন্ত্র। তিনি বলেন, ‘ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে এই অজুহাতে সেখানে হামলা চালানো হলো। আর লিবিয়ার বাহিনী বিদ্রোহীদের ওপর গুলি করছে এই অজুহাতে ত্রিপোলিতে হামলা চালানো হলো। অথচ তা মিথ্যা অজুহাত। ’
তিনি জোর দিয়ে বলেন, তাদের সেনাবাহিনী সাধারণ জনগণের ওপর হামলা চালাচ্ছে না। দেশটিতে আল কায়েদা সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে, আর এ কারণেই সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রকে সাইফ সন্ত্রাসবাদ নির্মূলে তাদের সেনাবাহিনীকে সহায়তা করারও আহ্বান জানান। সাক্ষাৎকারে সাইফ অনর্গল ইংরেজিতে কথা বলেন।
তিনি মার্কিন শক্তি এবং বিপথগামী বিক্ষোভকারীদের লিবিয়ায় অস্থিরতা তৈরি মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করে দেন।
এদিকে, লিবিয়ার জনগণকে গাদ্দাফি বাহিনীর হাত থেকে রক্ষা করতে এবং তার পতন নিশ্চিত করতে দেশটিতে অভিযান পরিচালনা করছে ন্যাটো বাহিনী।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১