ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। খবর বিবিসির।



একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরণের সময় গাড়ি দুটি গ্রিনজোনে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল।

ব্যাপক নিরাপত্তাবেস্টিত গ্রিনজোন এলাকায় ইরাকের অনেক সরকারি অফিস এবং বিদেশি দূতাবাস রয়েছে। হতাহতদের মধ্যে ইরাকি সেনারাও আছে।  

বিবিসির সংবাদদাতা বাগদাদ থেকে জানান, ইরাকে এটা এ বছরের প্রথম আত্মঘাতী বোমা হামলা।
পাঁচ বছর ধরে বিদ্রোহ অধ্যুষিত ইরাকে সহিংসতা এখন অনেক কম হলেও গোলাগুলিতে প্রতিনিয়তই হত্যার ঘটনা ঘটছে।

এই হামলার ঘটনা এমন সময়ে ঘটলো যখন আগামী মাসে দেশটিতে আরর শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।