বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে দুটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ৯ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। খবর বিবিসির।
একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরণের সময় গাড়ি দুটি গ্রিনজোনে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল।
ব্যাপক নিরাপত্তাবেস্টিত গ্রিনজোন এলাকায় ইরাকের অনেক সরকারি অফিস এবং বিদেশি দূতাবাস রয়েছে। হতাহতদের মধ্যে ইরাকি সেনারাও আছে।
বিবিসির সংবাদদাতা বাগদাদ থেকে জানান, ইরাকে এটা এ বছরের প্রথম আত্মঘাতী বোমা হামলা।
পাঁচ বছর ধরে বিদ্রোহ অধ্যুষিত ইরাকে সহিংসতা এখন অনেক কম হলেও গোলাগুলিতে প্রতিনিয়তই হত্যার ঘটনা ঘটছে।
এই হামলার ঘটনা এমন সময়ে ঘটলো যখন আগামী মাসে দেশটিতে আরর শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১১