ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেন নিয়ে জাতিসংঘের প্রথম দফা আলোচনা ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
ইয়েমেন নিয়ে জাতিসংঘের প্রথম দফা আলোচনা ব্যর্থ

ওয়াশিংটন: ইয়েমেনের রাজনৈতিক সংকট নিয়ে বিদ্রোহীদের সঙ্গে সরকারের সমঝোতার লক্ষ্যে আয়োজিত আলোচনা উদ্যোগের প্রথম দফার বৈঠক ব্যর্থ হয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের উদ্যোগে নিউইয়র্কে আয়োজিত এ আলোচনা রাশিয়ার আপত্তির কারণে কূটনৈীতিকদের কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।



এর আগে ইয়েমেনের রাজধানী সানা ও দক্ষিণাঞ্চলীয় শহর তাইজে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি করার খবর জানা গেছে। এতে তিনজনের মৃত্যু ও আরো অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহের পদত্যাগ দাবিতে গত দুই মাস ধরে চলা বিক্ষোভ ও সহিংসতায় এ যাবত ১২০ জনেরও বেশি মানুষের প্রাণহানীর ঘটনা ঘটেছে।

তিন দশক ধরে ক্ষমতা আঁকড়ে থাকা এ ইয়েমেনি নেতা সাম্প্রতিক বিক্ষোভের মুখে ক্ষমতা ছাড়তে রাজি হয়েছেন। তবে তার ভাষায় কোনো ‘নিরাপদ’ হাতেই তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান।

এদিকে নিউইয়র্কে জাতিসংঘ প্রতিনিধিদের কাছে এক রুদ্ধদ্বার কক্ষে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের একজন প্রতিনিধি। মহাসচিবের ইয়েমেন সফর শেষে এ ব্রিফ করা হয়।

জার্মানি এ আলোচনা সভার আয়োজক। দেশটির জাতিসংঘ রাষ্ট্রদূত পিটার উইটিগ বলেন, এ আলোচনা উদ্যোগের উদ্দেশ্য হলো এ বার্তা পৌঁছে দেওয়া যে, রক্তপাত অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং আরব উপদ্বীপের দেশগুলোর মধ্যস্ততার উদ্যোগকে উৎসাহিত করা।

এ বিষয়ে রাশিয়ার আপত্তির বিষয়টি পরিস্কার নয়। তবে আলোচনা শুরুর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লবরোভ সতর্ক করেছিলেন, ইয়েমেনের বিদ্রোহীরা পশ্চিমা সাহায্য চায়নি যেমনটি চেয়েছে লিবীয়রা।

এদিকে কূটনীতিকরা পরামর্শ দিচ্ছেন, পরিস্থিতি খুবই স্পর্শকাতর ও জটিল। আর ইয়েমেন নিয়ে নিরাপত্তা কাউন্সিলের কোনো উদ্যোগ এই প্রথম। সুতরাং সংশ্লিষ্টদের খুব সাবধানে পদক্ষেপ নিত হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।