ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্ব: শীর্ষে মিশর বিপ্লবের নায়ক গোনিম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তিত্ব: শীর্ষে মিশর বিপ্লবের নায়ক গোনিম

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের জরিপে বিশ্বের সেরা একশ’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবার শীর্ষে স্থান করে নিয়েছেন মিশর বিপ্লবের নায়ক ওয়ায়েল গোনিম। ৩০ বছর বয়সী গুগলের এ তরুণ কর্মকর্তা মিশরে গণআন্দোলন সংগঠিত ও অনুপ্রেরণা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

যার ফলশ্রুতিতে হোসনি মোবারকের তিন দশকের স্বৈরশাসনের অবসান ঘটে।

বৃহস্পতিবার প্রকাশিত এ তালিকার মধ্যে আরো স্থান পেয়েছেন, সাড়া জাগানো ভিন্নধারার ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা সম্পাদক জুলিয়ান অ্যাসাঞ্জ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, পপ মিউজকের হার্টথ্রব জাস্টিন বিবার।

লিবিয়া বিদ্রোহীদের উত্থানের প্রথম থেকেই সরব গাদ্দাফিপুত্র সাইফ আল ইসলামকেও স্থান দেওয়া হয়েছে তালিকায়। তবে তার পিতা এ তালিকায় অন্তর্ভুক্ত হননি।

তালিকায় ওবামা দম্পতিও রয়েছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে এগিয়ে আছেন ফার্টলেডি মিশেল ওবামা। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও তালিকায় রয়েছেন।

এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দুই দেশ ভারত ও চীনের রাষ্ট্রপ্রধানরা স্থান না পেলেও তালিকায় স্থান পেয়েছেন এ অঞ্চলের একাধিক শিল্পী ও অধিকারকর্মী।

এর মধ্যে আছেন ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

স্থান করেছেন ভারতের তথ্য অধিকারকর্মী অরুণা রায় (৬৪)। তার আন্দোলনের অন্যতম সফলতা হচ্ছে ভারতে ২০০৫ সালে পাস হওয়া তথ্য অধিকার আইন। তিনি আমলাতন্ত্রের চরম বিরোধী হিসেবেই বেশি পরিচিত।

আরেক ভারতীয় স্নায়ুবিজ্ঞানী ভিএস রামচন্দ্র (৫৯)। প্রত্যক্ষ উপলব্ধির এক বিশেষ পদ্ধতি আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত হয়েছেন। তাকেও স্থান দেওয়া হয়েছে এবারের তালিকায়।

দক্ষিণ কোরিয়ার পপ তারকা এবং অভিনেত্রী রাইন, গসিপ গার্ল টিভি ড্রামার তারকা ব্লেইক লাইভলি ও বিবারের মতো তারকারা তালিকায় স্থান পেয়েছেন। তবে উদ্ভট পোশাক-আশাক ও নৃত্যগীতের জন্য বিখ্যাত লেডি গাগা গত বছর তালিকায় থাকলেও এবার ছিটকে পড়েছেন।

বর্তমানে সবচেয়ে আলোচিত রাজকীয় বিয়ের দুই প্রধান আকর্ষণ প্রিন্স উইলিয়াম কেট মিডলটনও যৌথভাবে স্থান করে নিয়েছেন টাইমের তালিকায়।

অনলাইন জগতের মধ্যে আছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, ভিডিও স্ট্রিমিং ফার্ম নেটফ্লিক্সের প্রধান নির্বাহি রিড হ্যাসটিংক্স।

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি, টিভি শো তারকা অপরাহ উইনফ্রে ও পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা (আইএসআই) আহমেদ সুজা পাশাও রয়েছেন টাইমের এবারের তালিকায়।

এবারের তালিকার ব্যতিক্রমী ব্যক্তিত্ব, ইরাকের মাহদি আর্মির নেতা মুকতাদা আল সদর এবং লেবাননের শিয়া নেতা হাসান নাসরাল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।