ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়াতে বিদ্রোহীদের শহরে মার্কিন সিনেটর ম্যাককেইন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
লিবিয়াতে বিদ্রোহীদের শহরে মার্কিন সিনেটর ম্যাককেইন

বেনগাজি: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রভাবশালী নেতা ও রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন শুক্রবার লিবিয়ার বিদ্রোহীদের দখলে থাকা শহর বেনগাজিতে পৌঁছেছেন। তিনি এখানে বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফিকে উৎখাত করার ব্যাপারে কথা বলবেন।

খবর আলজাজিরার।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর ওপর হামলা চালানোর জন্য মানববিহীন বিমান (ড্রোন) হামলার অনুমোদন দিয়েছেন। লিবিয়াতে হামলার শুরুর দিকে যুক্তরাষ্ট্র ন্যাটো বাহিনীর সঙ্গে থাকলেও পরে দেশটি নিজেকে তা থেকে প্রত্যাহার করে নেয়। তবে ন্যাটোর পাশে আছে বলে জানায়।

বেনগাজিতে সাংবাদিকদের ম্যাককেইন বলেন, তিনি সেখানে জাতীয় অন্তর্বর্তী পরিষদের সঙ্গে আলোচনা করতে এসেছেন। একইসঙ্গে ভূমিতে সামরিক বাহিনীর অবস্থাও পর্যবেক্ষণ করবেন তিনি।

বিদ্রোহীদের সঙ্গে আলকায়েদা কাজ করছে কি না এমন সম্ভাবনা তিনি নাকচ দিয়ে বলেন, ‘বিদ্রোহীরাই আমার নায়ক। ’

এর আগে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, ‘আমরা এ ব্যাপারটি অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছি। আমি এখানে কোনো আলকায়েদা সদস্যকে পায়নি। ’

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত করতে ফ্রান্স, ব্রিটেন ও কানাডাসহ বেশ পশ্চিমা রাষ্ট্র ত্রিপোলিতে সামরিক হামলা শুরু করেছে। এর আগে জাতিসংঘ দেশটির আকাশের বিমান উড্ডয়ন নিষিদ্ধ করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।