টোকিও: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটিয়ে উঠতে জাপানি সরকার শুক্রবার চার হাজার ৮৯০ কোটি মার্কিন ডলারের জরুরি বাজেট ঘোষণা করেছে। গত ১১ মার্চ দেশটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে।
চলতি মাসেই বাজেটটি পার্লামেন্ট পাস হবে এবং বাস্তবায়ন শুরু হবে মে মাসে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানের বিশাল সরকারি ব্যয় ঋণ বৃদ্ধি ঠেকাতে নতুন কোনো বন্ড ছাড়েনি।
জাপান সরকারের অনুমান বিপর্যয়ের পর দেশটির পুনর্গঠনে তিন হাজার ৯০০ কোটি মার্কিন ডলার (২৫ ট্রিলিয়ন ইয়েন) প্রয়োজন হবে। জরুরি বাজেটের লক্ষ্য হচ্ছে, ত্রাণসহায়তা দেওয়া, অস্থায়ী বাসস্থান নির্মাণ করা ও অবকাঠামো উন্নয়ন করা ইত্যাদি।
প্রধানমন্ত্রী নাওতো কান বলেন, দেশের পুনগর্ঠনের কয়েকটি বাজেটের এটিই প্রথম। গত বৃহস্পতিবার তার সরকার জানায়, ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের চারপাশে ২০ কিলোমিটার এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। ভূমিকম্প ও সুনামিতে ওই বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১