ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১
সিরিয়ায় নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ

দামাস্কাস: সিরিয়াতে সরকার বিরোধী আন্দোলনে ‘মহান শুক্রবার’-এর ডাকে রাজধানী দামাস্কাসসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। খবর আলজাজিরার।



রাজধানী ছাড়াও দারা, কামিশলি ও হাসাকা শহরে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। বিক্ষোভকারীদের আশা, এটাই হবে সবচেয়ে বড় বিক্ষোভ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানায়, দামাস্কাসের মিদান অঞ্চলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে প্রতিরক্ষা বাহিনী টিয়ারগ্যাস ও গুলি ছুড়েছে করছে।

আরেক প্রত্যক্ষদর্শী জানায়, বিক্ষোভকারীরা হাসাকা শহরের একটি মসজিদে জড়ো হতে থাকলে সরকারপন্থী লোকজন তাদের ওপর হামলা চালায়।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের বার্থ পার্টির একচেটিয়া শাসনের অবসান চেয়ে দেশটিতে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চালু করার রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তারা বার্থ পার্টিরও বিলুপ্তি দাবি করেছে।

পাঁচ সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হওয়ার পর এই প্রথম বিক্ষোভকারীদের স্থানীয় সমন্বয় কমিটি একটি যৌথ বিবৃতিতে জানায়, ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবর্তন ছাড়া কখনোই স্বাধীনতা ও মর্যাদা অর্জন করা সম্ভব নয়। ’ বিবৃতিতে বলা হয়, ‘সব কয়েদিদের মুক্তি দিতে হবে। বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে তা নবায়ন করতে হবে এবং সেটাকে আইন অনুসারে চলতে দিতে হবে। ’

এদিকে, বিবিসি জানিয়েছে, সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী সরকার বিরোধী বিক্ষোভে সরাসরি গুলি করেছে এবং এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। রাজধানী দামাস্কাস, হোমস শহরে গুলির খবর পাওয়া গেছে।

সিরিয়াতে কয়েক সপ্তাহের গুলিতে অন্তত ২০০ জন লোক নিহত হয়েছে। বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট বাশার আল বাসাদ পাঁচ দশকের জরুরি অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।