সানা: ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে শুক্রবার হাজার হাজার জনতা রাজপথে অবস্থান নিয়েছে। খবর এএফপির।
একই সময়ে প্রেসিডেন্ট অনুগতরা সরকারের পক্ষে পাশাপাশি সমাবেশ করে।
শুক্রবার জুমার নামাজের পরে সানায় এই বিক্ষোভ- মিছিল হয়। কয়েক সপ্তাহ করে শুক্রবারের জুমার নামাজের পরে নিয়মিতই সেখানে ব্যাপক বিক্ষোভ হচ্ছে।
সরকার বিরোধীরা ‘দি লাস্ট চান্স ফ্রাইডে’ এর ব্যানারে বিক্ষোভ করে। অন্যদিকে প্রেসিডেন্ট অনুগতরা ‘রিকনসিয়েলিশন ফ্রাইডে’ এর ব্যানারে বিক্ষোভ করে।
সরকার অনুগত এবং বিরোধীদের মধ্যে সংঘর্ষ এড়াতে ব্যাপক সংখ্যায় সেনা এবং পুলিশ মোতায়ন করা হয়। কারণ গত শুক্রবারে বিক্ষোভের দৈর্ঘ্য কয়েক মাইল অতিক্রম করে।
সরকার বিরোধীরা উপসাগরীয় অঞ্চলের প্রস্তাব নাকচ করে দিয়েছে। উপসাগরীয় অঞ্চলের প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট সালেহ ৩০ দিনের মধ্যে তার পদত্যাগ পত্র সংসদে পেশ করবেন।
প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ দীর্ঘ ৩২ বছর ধরে ক্ষমতায় আছেন।
সালেহ পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘উপযুক্ত প্রতিনিধিদের হাতে আমি ক্ষমতা হস্তান্তর করতে চাই, কিন্তু সেই প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। ’
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল, ২২, ২০১১