ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে অপরিণত শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, এপ্রিল ২৩, ২০১১
বিশ্বের সবচেয়ে অপরিণত শিশুর জন্ম

বার্লিন: জার্মানির এক নারী বিশ্বের সবচেয়ে অপরিণত একটি শিশুর জন্ম দিয়েছেন। শিশুটি মাত্র ২১ সপ্তাহ ও পাঁচদিন (মোট ১৫২ দিন) তার গর্ভে ছিল।



চিকিৎসকরা বলছেন, শিশুটি বিশ্বের সবচেয়ে অপরিণত অবস্থায় জন্মেছে। জার্মানির জনপ্রিয় একটি দৈনিকে শনিবার এ খবর বেরোয়। জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র এক পাউন্ড (৪৬০ গ্রাম)।

শিশুটির নাম রাখা হয়েছে ফ্রিদা। জন্মের সময় ফ্রিদার উচ্চতা ছিল মাত্র ১১ ইঞ্চি। জন্মের এক মাস পাঁচদিন পর শিশুটিকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়া হয়। এর কিছুদিন পর শিশুটির ওজন দাঁড়ায় ৭ দশমিক ৭ পাউন্ড (সাড়ে তিন কেজি) এবং উচ্চতা বেড়ে দাঁড়ায় প্রায় ২০ ইঞ্চি।    

ওই ক্লিনিকের কর্তব্যরত একজন চিকিৎসক জানান, এতে তেমন কোনো সমস্যা হবে না। শিশুটি আর দশটা শিশুর মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠবে।

ফ্রিদা বেঁচে থাকলেও তার যমজ ভাই কিলিয়ান জন্মের কিছুদিনের মধ্যেই মারা যায়।

শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর রিনালদ রেপ জানান, ‘ঘটনাটা অলৌকিক। সাধারণত ২২ সপ্তাহের আগে কোনো শিশুর জন্ম হয় না। কারণ এ সময়ের আগে শিশুদের ফুসফুস, হৃদপিণ্ড ও মস্তিষ্ক পূর্ণ বিকশিত হয় না। ’

রেপ জানান, আট মাসের আগে কোনো শিশু জন্ম নিলেই তাকে অপরিণত শিশু বলা হয়। এছাড়া ৩২ সপ্তাহের আগে কোনো শিশু জন্মালে তার বিকাশ ঠিকমতো হয় না।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।