ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তিকরিত অভিযানে ইরাকি বাহিনীর দখলে আরও এক জেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
তিকরিত অভিযানে ইরাকি বাহিনীর দখলে আরও এক জেলা ছবি : সংগৃহীত

ঢাকা: সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জন্মশহর তিকরিত দখলের অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) কবল থেকে আরও একটি জেলা দখল করে নিয়েছে ইরাকি বাহিনী। সেই সাথে আইএস নিয়ন্ত্রিত কয়েকটি তেলক্ষেত্রও দখল করে নিয়েছে তারা।



ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন ইরাকিয়া সোমবার (০৯ মার্চ) এক খবরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে,তিকরিতের ১৮ কিলোমিটার উত্তর-পূর্বের জেলা আল-আলমে প্রবেশ করেছে ইরাকি বাহিনী। এছাড়া আল-ওজাইল তেলক্ষত্রসহ কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণও নিয়েছে তারা। আইএস বিরোধী অভিযানে ইরাকি সেনাদের সহায়তা করছে দেশটির বিমানবাহিনী এবং শিয়া মিলিশিয়া যোদ্ধারা।

তবে অভিযানের সময় আইএস তাদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি তেলক্ষেত্রে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে টেলিভিশন চ্যানেলটি।

২০১৪ সালের জুনে আল-ওজাইল তেলক্ষত্রে দখল করে নেয় ইসলামিক স্টেট। এই ক্ষেত্র থেকে দিনে প্রায় ২৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল ও ৪০ লাখ ঘনমিটার গ্যাস উৎপন্ন হয়।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।