ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে গুলি, নিহত আরও ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, এপ্রিল ২৩, ২০১১
সিরিয়ায় শেষকৃত্য অনুষ্ঠানে গুলি, নিহত আরও ১১

দামাস্কাস: বিক্ষোভকারীদের শেষকৃত্যে অংশ নেওয়া লোকজনের ওপর সিরিয়ার পুলিশ শনিবার সরাসরি গুলি ছুড়লে কমপক্ষে ১১ জন নিহত হয়। এর আগের দিন সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ৯০ জন আন্দোলনকারী নিহত হয়।

খবর এএফপির

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দুইজন সংসদ সদস্য পতত্যাগ করেছেন। বিদ্রোহীরা জানায়, শুক্রবারের দেশব্যাপী চলা ওই বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।

পদত্যাগী দুই সংসদ সদস্য নাসের আল-হারিরি এবং খলিল আল-রিফাই শনিবার আল-জাজিরা টেলিভিশনকে জানান, ‘সংসদে প্রতিবাদ জানাতে ব্যর্থ হয়ে নির্বাচনী এলাকাকে বাঁচাতে আমরা পদত্যাগ করেছি। ’

প্রত্যক্ষদর্শী এবং বিদ্রোহীরা এএফপিকে জানায়, শুক্রবারের বিক্ষোভে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে এই বার্তায় পৌঁছেছে যে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে।

শুক্রবারের হামলার জাতিসংঘের মহাসচিব বান কিন মুন ও যুক্তরাষ্ট্রের বারাক ওবামা তীব্র নিন্দা জানিয়েছে। এছাড়া রাশিয়া সিরিয়ায় দ্রুত রাজনৈতিক সংস্কারের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।