ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র প্রথমবারের মত লিবিয়ায় ড্রোন হামলা চালিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২১, এপ্রিল ২৩, ২০১১
যুক্তরাষ্ট্র প্রথমবারের মত লিবিয়ায় ড্রোন হামলা চালিয়েছে

ওয়াশিংটন: বিদ্রোহীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো লিবিয়ায় শনিবার মানববিহীন বিমান হামলা (ড্রোন) চালিয়েছে। খবর এএফপির

গাদ্দাফি বিরোধীদের সহায়তা করতে পেন্টাগন দুইদিন আগে লিবিয়াতে ড্রোন হামলা চালানোর অনুমোদন দেয়।



এএফপিকে পাঠানো এক বার্তায় একজন মার্কিন সামরিক মুখপাত্র জানান, স্থানীয় সময় সকালে এই ড্রোন হামলা চালানো হয়।

প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ড্রোন হামলা চালানোর অনুমোদন দিয়েছেন। যাকে তার প্রশাসন বলছে, মানবিক কারণে এই হামলার অনুমোদন দেয়া হয়েছে।

ন্যাটো কর্মকর্তারা এই হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলছে, এতে করে ঘনবসতিপূর্ণ শহরঞ্চলে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে হামলা চালানো সহজ হবে।     

গাদ্দাফি অনুগত বাহিনী এই হামলার নিন্দা জানালেও বিদ্রোহীরা একে স্বাগত জানিয়েছে।

এদিকে, ত্রিপোলিতে গাদ্দাফির বাসস্থানের কাছে মার্কিন বাহিনীর এক বিমান হামলায় কমপক্ষে ১০জন নিহত এবং ৫০জন আহত হয়েছে।    

প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফি প্রায় চার দশক ধরে ক্ষমতায় আছেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।