ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্মার্টফোন ব্যবহার করতে পারেন না ওবামা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
স্মার্টফোন ব্যবহার করতে পারেন না ওবামা! মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

ঢাকা: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি স্মার্টফোন ব্যবহার করতে পারেন না! শুধু তাই নয়, রেকর্ডিং সুবিধা রয়েছে এমন ডিভাইসও ব্যবহার থেকে তাকে বিরত থাকতে হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) অস্ট্রেলিয়াভিত্তিক টেলিভিশন চ্যানেল এবিসি’র এক অনুষ্ঠানে এমন কথাই জানান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।



ওবামা বলেন, আমি কাউকে টেক্সট করিনা, তবে ই-মেইল করি। আমার একটি ব্ল্যাকবেরি হ্যান্ডসেট রয়েছে।

তবে এসবের পেছনে নিরাপত্তার বিষয়কেই ক‍ারণ হিসেবে উল্লেখ করেন ওবামা।

স্মার্টফোনে বন্ধুদের সঙ্গে মেয়েরা (ওবামার) ক্ষুদেবার্তা আদান-প্রদান করতে পারলেও, তার এ সুযোগ নেই বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।

রেকর্ডিং করা যায়, এমন কোনো ডিভাইসই তার কাছে রাখতে দেওয়া হয় না উল্লেখ করে ওবামা বলেন, জাতীয় নিরাপত্তার অংশ হিসেবেই মার্কিন যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ।

টুইটের প্রতি তেমন একটা ‘আসক্তি’ নেই বলেও জানান ওবামা।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।