ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাহোরে বোমা হামলায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫
লাহোরে বোমা হামলায় নিহত ১৪

ঢাকা: পাকিস্তানের লাহোরে খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায় দু’দফা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক লোক।



রোববার (১৫ মার্চ) লাহোরের ইয়োহানাবাদ এলাকায় দু’টি গির্জার কাছে পরপর এ দু’টি বোমা হামলা চালানো হয়।

এই হামলার দায় স্বীকার করেছে পাক তালেবানের ‍জামায়াতুল আহরার শাখা।

প্রত্যক্ষদর্শীরা এ হামলাকে আত্মঘাতী বলে জানালেও পাকিস্তান পুলিশ এ বিষয়ে তৎক্ষণাৎ নিশ্চিত কোনো তথ্য দেয়নি।

এদিকে, এই হামলার প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম হয়েছে। এ সময় হামলায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করে গণপিটুনি দেওয়া হলে একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

হামলার প্রতিবাদে বিক্ষোভকারীরা লাহোরের ফিরোজপুর সড়কও অবরোধ করেছে। সেইসঙ্গে একটি স্থানীয় বাস স্টেশনেও হামলা চালিয়েছে তারা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।