ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫
ভারতে ট্রেন লাইনচ্যুত, নিহত ২২ ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে২২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।



শুক্রবার (২০ মার্চ) সকালে প্রদেশটির রায় বেরিলি জেলায় বাছরাবন রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দেরাদুন-বারাণসি রুটে চলাচলকারী জনতা এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনের একটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

সিগন্যাল অমান্য করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদমাধ্যম। তবে ইঞ্জিন বিকলই দুর্ঘটনার কারণ, এমনটিও জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম।

এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী মনোজ সিং।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।