ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-জঙ্গি লড়াইয়ে নিহত ৮৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, মার্চ ২২, ২০১৫
পাকিস্তানে সেনা-জঙ্গি লড়াইয়ে নিহত ৮৭ ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানে সেনাবাহিনী ও তালেবান সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর মধ্যে লড়াইয়ে অন্তত ৮৭ জন নিহত হয়েছে। এছাড়া এ লড়াইয়ে আহত হয়েছে শতাধিক জঙ্গি।



শনিবার (২১ মার্চ) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত খাইবার অঞ্চলে এ লড়াই শুরু হয় বলে দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

জানা গেছে, তিরা উপত্যকার সিপাহ অঞ্চলে তুমুল লড়াই চলছে উভয় পক্ষের মধ্যে। সেনাবাহিনী জানিয়েছে, লড়াইয়ে অন্তত ৮০ জঙ্গি নিহত হয়েছে।
অপরদিকে পাকিস্তান সেনাবাহিনীরও সাত সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।

সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল অসিম সালীম বাজওয়া জানান, খাইবার অঞ্চলে সম্পূর্ণরূপে সন্ত্রাস নিমূর্ল না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকবে।

গত বছর অক্টোবর থেকেই খাইবার অঞ্চলে তালেবান সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের বিরুদ্ধে লড়ছে পাকিস্তান বাহিনী।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।