ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লাদেনকে সমাহিত করার ভিডিওচিত্র প্রকাশ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, মে ৩, ২০১১
লাদেনকে সমাহিত করার ভিডিওচিত্র প্রকাশ হতে পারে

ওয়াশিংটন: আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে সমুদ্রে সমাহিত করা ভিডিও শিগগির প্রকাশ করতে পারে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের কর্মকর্তারা এ তথ্য জানান।



বার্তা সংস্থা এপি পেন্টাগনের দুইজন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানায়, পাকিস্তানের আবোটাবাদ অঞ্চলের লাদেনকে হত্যায় পরিচালিত ৪০ মিনিটের অভিযান ও মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে আরব সাগরে লাদেনের মৃতদেহ ফেলে দেওয়ার ভিডিওচিত্র জনসম্মুখে প্রকাশ করা হবে।

বিশ্বের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী ওসামা বিন লাদেনের মৃতদেহ সমাহিত করা পদ্ধতি সমালোচনা চলছে। লাদেনের সমাধিস্থানে যাতে মাজার নির্মিত না হয় সেজন্য যুক্তরাষ্ট্র তার মৃতদেহ সাগরে নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামি নিয়ম অনুসারে তাকে সমাহিত করা হয়েছে।

এদিকে, ইসলামি প-িত আমেরিকান ইসলামিক ফোরাম ফর ডেমোক্রাসির প্রেসিডেন্ট ড: জুহদি জাসের বলছেন, ‘সমুদ্রে মৃতদেহ ফেলে দেওয়া ইসলামি রীতি নয়। কোরআন মতে, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং অবশ্যই তার মৃতদেহ মাটিতে কবর দিতে হবে। ’

যুক্তরাষ্ট্রের ডেপুটি জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা জন ব্রেনান বলেন, প্রশাসন লাদেনের মৃতদেহের প্রকাশ করার চিন্তা করছে।

কর্মকর্তারা এবিসি নিউজকে বলেন, মৃতদেহ ইউএসএস কার্ল ভিনসনে নেওয়া হয়। ইসলামি আইন অনুযায়ী তাকে সমাহিত করা হয়। সমাহিত করার অনুষ্ঠানটি চলে ৪৫ মিনিট।

রোববার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর নেভি সিলস-এর  ৪০ মিনিটের অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে একজন গোয়েন্দা কর্মকর্তার মতে, ওসামা বিন লাদেন মৃত্যুর কিছু আগে বার্তা রেখে গেছেন। শিগগিরই তা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। তবে বার্তাটি অডিও নাকি ভিডিও তা পরিষ্কা নয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।