ঢাকা: পাকিস্তানের মাটিতে আকস্মিক অভিযান চালিয়ে আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বিতর্ক শুরু হয়েছে।
মঙ্গলবার এক সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর পরিচালক লিওন প্যানেট্টা জানান, লাদেনের আবোটাবাদের বাড়িতে অভিযানের ব্যাপারে পাকিস্তানকে আগে থেকে জানালে পাকিস্তানি গোয়েন্দারা লাদেনকে সতর্ক করে দিত।
এদিকে, একইদিন পাকিস্তান অনুমোদন না নিয়ে একপাক্ষিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে। দেশটি সতর্ক করে জানিয়েছে, এরূপ ঘটনা আর যেন না ঘটে।
লিওন প্যানেট্টা টাইম সাময়িকীকে বলেন, পাকিস্তানের সঙ্গে কাজ করলে এই অভিযান ভ-ুল হয়ে যেতে পারে। এই আশঙ্কায় তারা জানায়নি। পাকিস্তানি গোয়েন্দারা হামলার লক্ষ্যকে আগে থেকেই সতর্ক করে দিতে পারে। এ কারণে মার্কিন গোয়েন্দারা পাকিস্তানকে সচেতনভাবে এ ব্যাপারে আগে থেকে কিছুই জানায়নি, অন্ধকারে রেখেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাদেনকে হত্যার জন্য নেভি সিলের কমান্ডো অভিযান সম্পর্কে তাদের আগেভাগে কিছুই জানানো হয়নি। তবে পাকিস্তানের কোনো বিমানঘাঁটি থেকেই ক্ষেপণাস্ত্রসজ্জিত চিনুক হেলিকপ্টারগুলো ওই অভিযানে অংশ নিয়েছিল।
এক বিবৃতিতে পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘যুক্তরাষ্ট্রের সরকার আগে থেকে না জানিয়ে এই অভিযান পরিচালনা করায় পাকিস্তানি সরকার গভীর উদ্বেগ ও আপত্তি প্রকাশ করছে। ’
পাকিস্তান জানায়, ‘অনুমোদন না নিয়ে এরকম একপাক্ষিক অভিযান যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশ আর যদি চালাতে যায় তবে তা মেনে নেওয়া হবে না। এধরনের তৎপরতা পারস্পরিক সহায়তাকে খর্ব করে এবং কখনো কখনো আন্তর্জাতিক শান্তিকেও হুমকির মুখে ফেলে। ’
পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের অভিযোগ: দেশটি সন্ত্রাসীদের অভয়াশ্রম হয়ে উঠেছে। তবে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি মঙ্গলবার এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, সন্ত্রাসবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রকে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে তার দেশ।
এদিকে, মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানিয়েছেন, পাকিস্তানের আবোটাবাদ অঞ্চলের বিরাট একটি বাড়িতে লাদেন থাকতেন। পাকিস্তানে অবশ্যই তার সমর্থক গোষ্ঠী রয়েছে। ক্যামেরন বলেন, ‘আমরা এ বিষয়ে পাকিস্তানকে কিছু তদন্তমূলক প্রশ্ন করব। ’ তবে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তান আমাদের দীর্ঘ দিনের মিত্র। ’
মঙ্গলবার একজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানান, খুব শিগগির লাদেনের মৃত্যুকালীন ছবি প্রকাশ করা হবে। এমনকি তার মরদেহ সমাহিত করার ভিডিওচিত্র প্রকাশ করা হবে বলেও জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মে ০৩, ২০১১