ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনকে হত্যার পর ওবামার জনপ্রিয়তা বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মে ৪, ২০১১
লাদেনকে হত্যার পর ওবামার জনপ্রিয়তা বেড়েছে

ওয়াশিংটন: কিছু সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জনপ্রিয়তা কমলেও আল কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তা আবার উর্ধ্বমুখী।

পাকিস্তানের আবোটাবাদে লাদেনের বাড়িতে অভিযান চালানোর পর এসংক্রান্ত দুটি জরিপ পরিচালিত হয়েছে।

এতে দেখা গেছে ওবামার প্রতি মার্কিন জনগণের সমর্থন বেড়েছে। গত মাসের চেয়ে যা ৯ ধাপ এগিয়ে।

পিউ রিসার্চ সেন্টারের জরিপটি মঙ্গলবার প্রকাশ করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট এবং আরেক প্রতিষ্ঠান গ্যালাপ পোলের জরিপটি প্রকাশ করেছে ইউএসএ টুডে।

লাদেনকে হত্যার ঘটনাটির প্রতি সারা বিশ্বের মানুষ একদৃষ্টিতে তাকিয়ে ছিল। তবে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে এঘটনাটি সংক্ষিপ্ত সময়ের জন্য প্রভাব ফেলবে বলে বিশ্বেষকদের ধারণা। বিরোধী রিপাবলিকানরা ডেমোক্রাট প্রার্থী ওবামাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবেন, দেশীয় নানা ইস্যুতে।

গত মাসে পরিচালিত একটি জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ আমেরিকান মনে করেন দেশ ভুল পথে চলছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি মহামন্দার পর ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে, বেকারত্ব রয়েছে ৯ শতাংশ।

লাদেনকে হত্যায় ওবামা আন্তর্জাতিক এবং দেশের দুটি প্রধান দলের ব্যাপক সমর্থন পেয়েছেন। তবে আমেরিকানদের ভয় আল কায়েদা পাল্টা হামলা চালাতে পারে।

ইউএসএ টুডে ও গ্যালাপ পোলের জরিপে দেখা গেছে, ১০ জনে ছয়জনের মার্কিনির ভয় আগামী কয়েক সপ্তাহের মধ্যে আল কায়েদা হামলা চালাবে। গত আট বছরে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে বলেও জরিপে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।